উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃক B.A. LL.B. (Honours) বিভাগে ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৯ জুন, ২০২৫
অনলাইন আবেদনের মূল্য : Rs.৫০০/-Rs.২০০/- (SC/ST/PwD)
যোগ্যতা সমূহ :
- স্বীকৃত বোর্ড থেকে (১০+২) পরীক্ষায় উত্তীর্ণ।
- উক্ত পরীক্ষায় মোট ৪৫% নম্বর অথবা সমতুল্য গ্রেড।
- SC/ST/PWD প্রার্থীরা ন্যূনতম ৪০% নম্বর বা সমতুল্য গ্রেড অর্জন করলে আবেদন করার যোগ্য হবেন।
- বয়সসীমা ১লা জুলাই ২০২৫ অনুযায়ী: সাধারণ/ওবিসি-এ/ওবিসি-বি বিভাগের প্রার্থীদের জন্য সর্বোচ্চ ২০ বছর, SC/ST প্রার্থীদের জন্য ২২ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৫ বছর।
যোগাযোগ : ৭৫০১০৮৫৬১২
অনলাইনে আবেদনের লিঙ্ক : https://nbu.ac.in