West Bengal Centralised Admission 2025

Last date of Submission: July 25, 2025
categoryAdmission

West Bengal Centralised Admission 2025 – An Initiative of The West Bengal State Council of Higher Education Under Graduate

পশ্চিমবঙ্গ সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল ২০২৫ এর মাধ্যমে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা ১৬ টি বিশ্ববিদ্যালয় এবং ৪৬১ টি সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে। স্নাতকস্তরে ৭,২১৭ টি কোর্সে ভর্তির জন্য এই অভিন্ন পোর্টাল চালু করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে সর্বোচ্চ ২৫ টি বিষয়ে আবেদন করতে পারবেন পড়ুয়ারা।

অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৫ জুলাই, ২০২৫

যোগাযোগ : ১৮০০১০২৮০১৪

ই-মেইল : support@wbcap.in / query@wbcap.in / writeto@wbcap.in

অনলাইন আবেদনের লিঙ্ক : https://wbcap.in/

Newsletter Signup

Recent Updates: