COMMON LAW ADMISSION TEST (CLAT) 2026
CLAT হল ভারতের 22টি জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য একটি কেন্দ্রীয় জাতীয়-স্তরের সরকারি প্রবেশিকা পরীক্ষা
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৩১ অক্টোবর, ২০২৫
লিখিত পরীক্ষার তারিখ : ৭ ডিসেম্বর, ২০২৫
যোগ্যতা সমূহ :
- CLAT এর মাধ্যমে স্নাতক স্তরে যারা আইন নিয়ে পড়তে চায়, তাদেরকে যে কোনো শাখায় অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল্য যেকোনও পরীক্ষায় পাশ করতে হবে এবং নূন্যতম ৪৫% নম্বর পেতে হবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪০% নম্বর পেলেই হবে।
- CLAT এর মাধ্যমে আইনের স্নাতকোত্তর ডিগ্রি পেতে, আইনের গ্রাজুয়েটরা ৫০% নম্বর পেলেই আবেদন করতে পারবে। সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের ক্ষেত্রে ৪৫% নম্বর থাকলেই আবেদন যোগ্য।
- অন্তিম বর্ষের ছাত্র ছাত্রীরাও এই পরীক্ষায় বসতে পারবে কিছু শর্ত সাপেক্ষে।
যোগাযোগ : ০৮০৪৭১৬২০২০ / clat@consortiumofnlus.ac.in
অনলাইন আবেদনের লিঙ্ক : https://consortiumofnlus.ac.in/

