ভারত সরকারের M.S.M.E মন্ত্রকের অধীনে কয়ার বোর্ড (Coir Board) কর্তৃক আর্টিসান ইন কয়ার টেকনোলজি (Artisan in Coir Technology)
&
অ্যাডভান্সড কয়ার টেকনোলজি (Advanced Coir Technology) সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের শেষ তারিখ : ১০ জানুয়ারি, ২০২৬
যোগাযোগ ও আবেদন : রিজিওনাল অফিস কয়ার বোর্ড, জগামারা পি.ও., খণ্ডগিরি, ভুবনেশ্বর ৭৫১০৩০ / rocoirboardbbsr@gmail.com / ০৬৭৪-২৩৫০০৭৮
কোর্সের বিবরণ :
- আর্টিসান ইন কয়ার টেকনোলজি (সার্টিফিকেট কোর্স)
সময়কাল: ৬ মাস + ১ মাস ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতা : অন্তত লিখতে ও পড়তে জানতে হবে
- অ্যাডভান্সড কয়ার টেকনোলজি (ডিপ্লোমা কোর্স)
সময়কাল : ১ বছর
৩ মাস ইন্টার্নশিপ
শিক্ষাগত যোগ্যতা : উচ্চমাধ্যমিক (12th) বা সমতুল্য উত্তীর্ণ
বয়সসীমা : ১৮ থেকে ৫০ বছর
আবাসন : নির্বাচিত কেন্দ্রে বিনামূল্যে হোস্টেলের সুবিধা
স্টাইপেন্ড : নির্বাচিত প্রার্থীদের মাসিক ৩০০০ টাকা দেওয়া হবে
আবেদন পত্রের লিঙ্ক : https://scan.page/p/N8RvB5
অফিসিয়াল ওয়েবসাইট : http://coirboard.gov.in/


