বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃক (5-Year B.A. LL.B (Hons.) in Self-financed Law Colleges) – কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের শেষ তারিখ : ১৮ আগষ্ট,২০২৫
লিখিত পরীক্ষার তারিখ : ২৬ আগষ্ট,২০২৫
অনলাইন আবেদনের মূল্য : Rs.৩০০/-
যোগ্যতা সমূহ :
• ৫ বছর মেয়াদী বি.এ. এলএল.বি (অনার্স) প্রোগ্রামে ভর্তির জন্য, প্রতিটি আবেদনকারীকে (১০+২) প্যাটার্ন অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা সমমানের পরীক্ষা পাস করতে হবে।
• সাধারণ বিভাগের ক্ষেত্রে মোট নম্বরের ন্যূনতম ৪৫%, ওবিসি (অনগ্রসর শ্রেণি) বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৪২%, এবং এস.সি ও এস.টি (তফসিলি জাতি ও উপজাতি) বিভাগের ক্ষেত্রে ন্যূনতম ৪০% নম্বর অর্জন করতে হবে।
যোগাযোগ: ৯৬০৯৪৪৬১৩০/৯০০৭০৩০১০৮
আবেদনের আবেদনের লিঙ্ক : https://www.buruniv.ac.in