রূপকলা কেন্দ্র (পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অধীনস্থ) কর্তৃক ২০২৫-২৭ সেশনের জন্য ২ বছরের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি
কোর্সগুলি :
- ডিরেকশন (Direction)
- মোশন পিকচার ফটোগ্রাফি (Motion Picture Photography)
- এডিটিং (Editing)
- সাউন্ড ডিজাইন (Sound Design)
- অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন (Animation Creation & Direction)
যোগ্যতাসমূহ:
সকল প্রার্থীর জন্য :
- যেকোনো শাখায় স্নাতক বা সমমানের যোগ্যতা।
- আবেদন জমা দেওয়ার শেষ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৩২ বছরের মধ্যে হতে হবে।
বিশেষ অগ্রাধিকার : সাউন্ড ডিজাইন: উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় পদার্থবিজ্ঞান বিষয় থাকা অগ্রাধিকারযোগ্য ।
অ্যানিমেশন ক্রিয়েশন অ্যান্ড ডিরেকশন : বেসিক ড্রইং ও কম্পিউটার দক্ষতা অগ্রাধিকারযোগ্য।
ডিরেকশন : ভালো কমিউনিকেশন স্কিল অগ্রাধিকারযোগ্য।
আবেদন সংক্রান্ত তথ্য:
- অনলাইন আবেদনের মূল্য: ৩০০/- টাকা ।
- অনলাইন আবেদনের শেষ তারিখ: ১৪ আগস্ট, ২০২৫ ।
অনলাইন আবেদনর লিঙ্ক : https://www.kendroonline.com/
যোগাযোগের তথ্য : roopkalakendro@gmail.com (ই-মেইল)