আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক PhD Program (2025-26)-এ ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের শেষ তারিখ : ২ ডিসেম্বর, ২০২৫
অনলাইন আবেদন মূল্য : Rs.৫০০/-
যোগ্যতা সমূহ :
- UGC স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে 55% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রী, অথবা 55% নম্বর সহ M.phil ডিগ্রী।
- যে প্রার্থীরা NET/SET/GATE পাস করেছেন, তাদের অব্যাহতি দেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের দ্বারা পরিচালিত লিখিত প্রবেশিকা পরীক্ষায় (AURET) উপস্থিত হওয়া থেকে।
ই-মেইল : phdadmission_au@aliah.ac.in
অনলাইন আবেদনের লিঙ্ক : https://www.aliah.ac.in/

