পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এর তত্ত্বাবধানে রাজ্যের তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পেবিনামূল্যে JEE/WBJEE/NEET-2027 এর কোচিং

Last date of Submission: December 24, 2025
categoryExam, Internship/Training, Scholarship

পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন বিভাগ এর তত্ত্বাবধানে রাজ্যের তপশিলী জাতি ও আদিবাসী সম্প্রদায়ভুক্ত ছাত্র-ছাত্রীদের যোগ্যশ্রী প্রকল্পে বিনামূল্যে JEE/WBJEE/NEET-2027 এর কোচিং

যাবতীয় তথ্য ও যোগ্যতা সমূহ :

  • একাদশ শ্রেণী (Class XI) বিজ্ঞান বিভাগে পাঠরত ছাত্র-ছাত্রীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
  • মাধ্যমিক/ সমতুল্য পরীক্ষায় অন্তত ৬০% (SC)/৫০% (ST) নম্বর প্রয়োজন।
  • পরিবারের বার্ষিক আয় অনুর্দ্ধ: ৩০,০০,০০০/-
  • ৩০০ টাকা মাসিক স্টাইপেন্ড দেওয়া হবে
  • জেলা ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্রের সুব্যবস্থা আছে
  • অনলাইন আবেদনের শেষ তারিখ : ২৪ ডিসেম্বর, ২০২৫

যোগাযোগ :  ৯৯০৩৭৪০০৭৫/৯১২৩৯০৬৯৬৬

অনলাইন আবেদনের লিঙ্ক : https://wbbcdev.webstep.in/pre-examination-training-form-2027

Newsletter Signup

Recent Updates: