যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক গাইডেন্স, সাইকোলজিক্যাল কাউন্সেলিং
অ্যান্ড ফ্যামিলি থেরাপি স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি
শিক্ষাগত যোগ্যতা : স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ
কোর্সের বিস্তারিত বিবরণ :
- আসন সংখ্যা: ৫০ (ছাত্র-ছাত্রীর সংখ্যা ২০-এর কম হলে কোর্স শুরু হবে না)
- কোর্সের মেয়াদ : এক বছর
- শিক্ষাদানের মাধ্যম : মূলত অফলাইন ক্লাস। প্রয়োজন হলে পূর্ব ঘোষণা সাপেক্ষে কিছু ক্লাস অনলাইনে নেওয়া হতে পারে।
- ক্লাসের সময়সূচি : সোমবার, বুধবার ও শুক্রবার (সন্ধ্যা ৫টা – রাত ৮টা) (প্রয়োজনে অতিরিক্ত ক্লাস নেওয়া হতে পারে)
- কোর্স ফি : ₹১৫,০০০/- + ১৮% জিএসটি (মোট ₹১৭,৭০০/-)। ভর্তি সময় সম্পূর্ণ টাকা অনলাইন পেমেন্টের মাধ্যমে জমা দিতে হবে। (ফেরতযোগ্য নয়) – পেমেন্ট লিঙ্ক ভর্তির সময় প্রদান করা হবে।
- অতিরিক্ত ফি : প্র্যাকটিক্যাল কাজ, কারিকুলাম সংক্রান্ত কার্যক্রম ও পরীক্ষা ফি — ₹২,০০০/- (পরীক্ষার সময় পরিশোধযোগ্য)
গুরুত্বপূর্ণ তারিখসমূহ :
- অনলাইন আবেদনের তারিখ : ২৮শে নভেম্বর থেকে ৩০শে ডিসেম্বর ২০২৫
- গুগল ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ : ৩০শে ডিসেম্বর ২০২৫
- সাক্ষাৎকারের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ: ৬ই জানুয়ারি ২০২৬
- সাক্ষাৎকার তারিখ (অনলাইন মোড) : ১০ ও ১১ জানুয়ারি ২০২৬ (প্রয়োজনে তারিখ পরিবর্তন হতে পারে)
- ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ : ১৯শে জানুয়ারি ২০২৬
- ভর্তি তারিখ: ২০ থেকে ৩০ জানুয়ারি ২০২৬ (প্রয়োজনে তারিখ বাড়ানো হতে পারে)
- ক্লাস শুরু : ১৬ই ফেব্রুয়ারি ২০২৬ (সম্ভাব্য)
যোগাযোগ : 033-2457-2347 / wellbeing@jadavpuruniversity.in / cscdwju.2019@gmail.com
অনলাইন আবেদনের লিঙ্ক : https://forms.gle/QqdH9FhXZyqH4oRa9

