পশ্চিমবঙ্গ রাজ্য কারিগরী ও বৃত্তিমূলক শিক্ষা এবং দক্ষতা উন্নয়ন সংসদ (কারিগরী শিক্ষা বিভাগ)
(WEST BENGAL STATE COUNCIL OF TECHNICAL AND VOCATIONAL EDUCATION AND SKILL DEVELOPMENT) কর্তৃক DIPLOMA IN PHARMACY (PHARM), DIPLOMA IN MODERN OFFICE PRACTICE & MANAGEMENT (MOPM), DIPLOMA IN HOTEL MANAGEMENT & CATERING TECHNOLOGY (HMCT) ভর্তি বিজ্ঞপ্তি
অনলাইন আবেদনের সময়সীমা : ৩০ অক্টোবর, ২০২৫
যোগ্যতা সমূহ :
- MOPM: নারী প্রার্থীরা যারা উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমমানের কোনো পরীক্ষা স্বীকৃত বোর্ড / কাউন্সিল / ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ হয়েছেন।
- HMCT: যে কোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল / ইনস্টিটিউট থেকে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।
- PHARM: যে কোনো স্বীকৃত বোর্ড / কাউন্সিল / ইনস্টিটিউট থেকে উচ্চ মাধ্যমিক (১০+২) বা সমমানের পরীক্ষায় পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান বা গণিত বিষয় নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
যোগাযোগ : ৯১৪৭৩৩৯৪৯৫
ই-মেইল : commonadmission2024@gmail.com
আবেদনের লিঙ্ক : https://sctedved.wb.gov.in/polyadm/

