উঃ ২৪ পরগণা জেলা আদালত কর্তৃক ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Last date of Submission: March 2, 2025

উঃ ২৪ পরগণা জেলা আদালত কর্তৃক ইংরেজি স্টেনোগ্রাফার পদে নিয়োগ বিজ্ঞপ্তি

আবেদনের লিঙ্ক : https://www.n24pgscourtrecruit.in/

আবেদনের শেষ তারিখ :
০২/০৩/২০২৫

উল্লেখযোগ্য যোগ্যতা :
যে কোন স্বীকৃত বিদ্যালয় থেকে অন্ততপক্ষে উচ্চমাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাস করে থাকতে হবে। এর পাশাপাশি আবেদনে ইচ্ছুক প্রার্থীদের সাধারণ কম্পিউটারের জ্ঞান এবং প্রতি মিনিটে ১০০ টি শব্দ হিসাবে শর্টহ্যান্ডের স্পিড এবং ৩০ টি শব্দ প্রতি মিনিট হিসাবে টাইপিং স্পিড থাকতে হবে। যে সমস্ত প্রার্থীদের কাছে শর্টহ্যান্ড এবং কম্পিউটারের বেসিক কোর্সের সার্টিফিকেট রয়েছে, তারাই এই পদে আবেদন যোগ্য।

আসন সংখ্যা : ১৯

অনলাইনে আবেদনের মূল্য : ১০০০ টাকা (ST/SC/EWS : ৫০০ টাকা )

যোগাযোগ : 9748887567

To Get Notifications Join CTAG West Bengal Facebook Page : https://www.facebook.com/ctagwb?mibextid=ZbWKwL

To Get Notifications Join CTAG West Bengal WhatsApp Group : https://chat.whatsapp.com/CzHZnMG2kgqFk6uPD1Uv5d

Newsletter Signup

Recent Updates: