Muskaan Scholarship Program 2025
অনলাইন আবেদনের শেষ তারিখ : ৫ নভেম্বর, ২০২৫
যোগ্যতা সমূহ :
- আবেদনকারীকে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত হতে হবে।
- ভারতের দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির (অসম, মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, সিকিম, ওডিশা, বিহার, পুদুচেরি, ছত্তীসগড়, কেরালা, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, কর্ণাটক, মেঘালয়, তামিলনাড়ু ও পশ্চিমবঙ্গ) শিক্ষার্থীরা আবেদন করার যোগ্য।
- বাণিজ্যিক যানবাহনের চালকদের (LMV/HMV) সন্তানরা।
- মেকানিকদের সন্তানরা।
- অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) বিভাগের শিক্ষার্থীরা।
- আবেদনকারীর পূর্ববর্তী শ্রেণিতে ন্যূনতম ৬০% নম্বর প্রাপ্ত হতে হবে।
- পরিবারের মোট বার্ষিক আয় (সব উৎস মিলিয়ে) ৮ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
যোগাযোগ : ৮৪৪৭৭৩৩২৬৩
অনলাইন আবেদনের লিঙ্ক : https://muskaan.synergieinsights.in/

